মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে ঢাকা মহানগরীতে ১১টি সরকারি বিদ্যালয় এবং ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে। হাজারীবাগ থানায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামানুসারে "শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়" ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৩ সালে জুন মাসে উদ্বোধনের পর ২০১৪ সাল থেকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়। উল্লেখ যে, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে এই প্রথম কোন বিদ্যালয় প্রথম থেকে সরকারিভাবে চালু হয়। এ প্রতিষ্ঠানের শিক্ষকগন প্রথমে সংযুক্তিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে রাজস্ব পদ স্ৃজনের মাধ্যমে যোগদান করেন।

শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়টি হাজারীবাগ থানায় বেড়িবাধের পাশে অবস্থিত। অত্র এলাকায় একমাত্র সরকারি প্রতিষ্ঠানটি প্রথম থেকেই জেএসসি এবং এসএসসিতে খুব ভালো রেজাল্ট করে আসছে। বরাবরই জেএসসি এবং এসএসসি ক্যাটাগরিতে হাজারীবাগ থানায় প্রথম। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।

শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ে রয়েছে দুটি আধুনিক কম্পিউটার ল্যাব একটি ILC( ICT Learning Centre) অপরটি ICT Lab। প্রতিটি ক্লাসরুমে মাল্টিমিডিয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান ল্যাব রয়েছে। সম্প্রতি "গণিত এবং আইসিটি ক্লাব" নামে একটি ক্লাব চালু করা হয়েছে।